Main Menu

শুক্রবার, জুলাই ৭th, ২০১৭

 

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৩ জুলাই

স্টাফ রিপোর্টারঃ এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল ২৩ জুলাই প্রকাশ করা হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসাইন বৃহস্পতিবার এ তথ্য জানান। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ২৩ অথবা ২৪ জুলাই যেকোনো একদিন ফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছিল। তার মধ্যে থেকে ২৩ জুলাইকে বেছে নেওয়া হয়। প্রথা অনুযায়ী, ওই দিন সকালে প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের অনুলিপি তুলে দেওয়া হবে। এরপর সংবাদ সম্মেলনে ফলাফলের তথ্য তুলে ধরা হবে। পরে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ফল প্রকাশ করা হবে। প্রসঙ্গত, গত ২ এপ্রিল শুরু হওয়া এইচএসসির লিখিত পরীক্ষা ১৫ মে শেষ হয়।


গুম, অপহরণ , বিচার বহির্ভূত হত্যা দেশে জ্যামিতিক হারে বেড়েছে- বিএনপি

স্টাফ রিপোর্টারঃ বর্তমান সরকার ২০০৯ সালে ক্ষমতাসীন হওয়ার পর  থেকে  গুম, অপহরণ, অবৈধভাবে আটক, বিচার বহির্ভূত হত্যা দেশে জ্যামিতিক হারে বেড়েছে। এ বিষয়ে আন্তর্জাতিক তদন্ত ছাড়া কোনো গত্যন্তর নেই বলে মনে করে বিএনপি। বাংলাদেশের আইন-শৃঙ্খলা বাহিনী দেশের শত শত মানুষকে অবৈধভাবে আটক ও অনেককে গোপন স্থানে আটকে রেখেছে বলে হিউম্যান রাইটস ওয়াচ প্রকাশিত প্রতিবেদন প্রসঙ্গে দলটির পক্ষ থেকে এই  প্রতিক্রিয়া জানানো হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওই প্রতিক্রিয়া জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আইন- শৃঙ্খলা বাহিনী  দেশের শত শত মানুষকেআরও পড়ুন


আওয়ামী লীগ রাষ্ট্রক্ষমতায় থাকলে দেশ আরো এগিয়ে যাবে- প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টারঃ দেশে গণতন্ত্রের সুস্থ ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে প্রধানন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ রাষ্ট্রক্ষমতায় থাকলে দেশ আরো এগিয়ে যাবে। যুব মহিলা লীগের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি বলেন, আমরা বাংলাদেশে গণতন্ত্রের সুস্থ ধারাবাহিকতা বজায় রাখতে চাই। এতে দেশ সামনের দিকে এগিয়ে যাবে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আজ বিকেলে গণভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন। প্রধানন্ত্রী বলেন, আওয়ামী লীগ যদি রাষ্ট্রক্ষমতায় থাকে বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে যাবে এবং ক্ষমতার ধারাবাহিকতা বজায় থাকবে। যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপকআরও পড়ুন


বাংলাদেশে সরকারি বাহিনীর গুম সংক্রান্ত হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন প্রকাশ

স্টাফ রিপোর্টার : বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী ২০১৩ সাল থেকে শত শত মানুষকে বেআইনিভাবে আটক করে গোপন স্থানে আটকে রেখেছে বলে এক প্রতিবেদনে অভিযোগ করেছে হিউম্যান রাইটস ওয়াচ। যুক্তরাষ্ট্রভিত্তিক এই মানবাধিকার সংগঠন গতকাল বৃহস্পতিবার ৮২ পৃষ্ঠার ওই প্রতিবেদনে বলেছে, কেবল ২০১৬ সালেই অন্তত ৯০ জনকে তুলে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। আর ২০১৭ সালের প্রথম ৫ মাসে একইভাবে ৪৮ জনের নিখোঁজ হওয়ার খবর এসেছে। গোপন স্থানে আটকে রাখার সময় নির্যাতনও করা হয় বলে অভিযোগ পাওয়ার কথা বলেছে হিউম্যান রাইটস ওয়াচ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, হিউম্যানআরও পড়ুন