Main Menu

শুক্রবার, সেপ্টেম্বর ১৬th, ২০১৬

 

ব্রাহ্মণবাড়িয়ায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৮

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখী সংঘর্ষে আটজন নিহত ও অন্তত তিনজন আহত হয়েছেন। শুক্রবার সকাল ১০টার দিকে ঢাকা- সিলেট মহাসড়কে ইসলামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতের পরিচয় জানা যায়নি। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল বিশ্বরোড মোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির ও প্রত্যক্ষদর্শীরা জানান, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি মাইক্রোবাসের মুখোমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই সাতজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনার পর থেকে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছেআরও পড়ুন


অন অ্যারাইভ্যাল ভিসা’ সম্পর্কে শ্রীলংকার সিদ্ধান্ত বদল

বাংলাদেশিদের জন্য ‘অন অ্যাইভাল ভিসা’ বন্ধ করার সিদ্ধান্তটি বদলে ফেলার জন্য প্রয়োজনীয় নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন শ্রীলংকার উপ-পররাষ্ট্রমন্ত্রী ড. হর্ষ ডি সিলভা। বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান। ড. ডি সিলভা বলেন, বাংলাদেশিদের ‘অন অ্যারাইভাল ভিসা’ না দেয়ার কোনো সিদ্ধান্ত তার সরকার নেয়নি। ইমিগ্রেশন দফতরের প্রধান নিজের সিদ্ধান্তে এরকম একটি পদক্ষেপ নিলেও এখন তারা সেটি বাতিলের জন্য ব্যবস্থা নিচ্ছেন। বাংলাদেশিদের ‘অন অ্যারাইভাল’, অর্থাৎ বিমান বন্দরে নামার পর ভিসা দেয়ার ব্যবস্থা বাতিল করায় শ্রীলংকার সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কে কিছুটা টানাপোড়েন দেখা দেয়। বাংলাদেশও পাল্টা শ্রীলংকার নাগরিকদের অন অ্যারাইভালআরও পড়ুন


মদিনায় ৬ দিন অবস্থান করবেন খালেদা জিয়া

পবিত্র হজ পালনে সৌদি আরব গেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। হজ পালন শেষে পরিবারের সদস্যদের নিয়ে রাষ্ট্রীয় প্রটোকলে মদিনা শরিফ যাবেন খালেদা জিয়া। সেখানে বিশ্বনবি হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত ও নফল ইবাদত করবেন তিনি। এছাড়া শনিবার (১৭ সেপ্টেম্বর) থেকে ২২ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত মদিনায় অবস্থান করবেন খালেদা জিয়া। সৌদি আরব বিএনপির সভাপতি আহমদ আলী মুকিব এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত ১১ সেপ্টেম্বর (রোববার) সৌদি বাদশা সউদ বিন আবদুল আজিজের আমন্ত্রণে রাজকীয় অতিথি হিসেবে খালেদা জিয়া পরিবারের সবাইকে নিয়ে সৌদি আরবের মক্কায় ঐতিহাসিক আরাফাতের ময়দানে পবিত্র হজআরও পড়ুন