ক্যারিয়ারে অর্জনের আরেকটি পালক যুক্ত করলেন রাফায়েল নাদাল। ফরাসি কোরেন্টিন মাউটেটকে হারিয়ে পেয়ে গেলেন ৩০০তম গ্র্যান্ড স্লাম জয়। একই সঙ্গে ফ্রেঞ্চ ওপেনের তৃতীয় রাউন্ডেও পা রাখলেন।
বুধবার রোলাঁ গারোঁয় হওয়া ম্যাচে প্রতিপক্ষকে অনায়াসে ৬-৩, ৬-৪ ও ৬-১ ব্যবধানে হারিয়ে দেন ক্লে কোর্টের রাজা। রেকর্ড ২১ বারের গ্র্যান্ড স্লাম জয়ী ৩৫ বছর বয়সেও চিনিয়ে চলেছেন নিজের জাত।
ছেলেদের টেনিসে গ্র্যান্ড স্লাম ম্যাচ জেতায় নাদালের চেয়ে এগিয়ে কেবল দুজন। রজার ফেদেরারের জয়ের সংখ্যা ৩৫৯। নোভাক জোকোভিচ জিতেছেন ৩২৫ ম্যাচ।
খেলা শেষে স্প্যানিশ ম্যান বলেন, খেলাটি দেখা বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ ছিল। দর্শকে পরিপূর্ণ বিশ্বের সেরা ইভেন্ট, যা খেলোয়াড়দের জন্য এবং ভক্তদের জন্য এবং টুর্নামেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের খেলাকে সমর্থন করার জন্য আপনাদের আবারও ধন্যবাদ।
আমি রোলাঁ গারোঁয় ফিরে আসার ব্যাপারটা উপভোগ করছি। এটা আমার জন্য বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট।
আরেক ম্যাচে গ্র্যান্ড স্লামে ফিরে টানা দ্বিতীয় জয় পেয়েছেন নোভাক জোকোভিচ। স্লোভাকিয়ার অ্যালেক্স মোলকানকে হারিয়ে ফ্রেঞ্চ ওপেনের তৃতীয় রাউন্ডে উঠেছেন ছেলেদের এককের নাম্বার ওয়ান।
প্রথম সেটে ৬-২ ব্যবধানে উড়িয়ে দেন সার্বিয়ান তারকা। দ্বিতীয় সেটে ৬-৩ ব্যবধানে জিতে নিয়ে ২০ বারের গ্র্যান্ড স্লাম জয়ী ফ্রেঞ্চ ওপেনের শিরোপা ধরে রাখার পথেই হাঁটতে থাকেন।
তবে তৃতীয় সেটে হয় হাড্ডাহাড্ডি লড়াই। জোকোভিচের ঘাম ঝরাতে পারলেও বাধ্য করেন মোলকান। টাইব্রেকারে গড়ানো সেটে শেষ পর্যন্ত ৭-৬ ব্যবধানে জিতে যান ২০ বারের গ্র্যান্ড স্লাম জয়ী।
এর আগে প্রথম রাউন্ডে জাপানের ইয়োশিহিতো নিশিওকাকে ৬-৩,৬-১ ও ৬-০ ব্যবধানে হারান জোকোভিচ। আজ টানা দ্বিতীয় জয়ে হাতে নিলেন পরের রাউন্ডের টিকিট।
অন্যদিকে, চলতি মাসেই নাদাল, জোকোভিচ ও আলেক্সান্ডার জভেরেভের মতো তারকাদের হারিয়ে মাদ্রিদ ওপেন জেতা কার্লোস আলকারাজ দুর্দান্ত প্রত্যাবর্তনের নজির রাখলেন।
১৯ বছর বয়সী উদীয়মান তারকা তার স্বদেশী আলবার্ট রামোস ভিনোলাসের সঙ্গে সাড়ে চার ঘণ্টার লড়াইয়ের পর জয় পান। শ্বাসরুদ্ধকর খেলায় ৬-১, ৬-৭ (৭-০), ৫-৭, ৭-৬ (৭-২) ও ৬-৪ ব্যবধানে জিতে তৃতীয় রাউন্ডে পা রাখেন আলকারাজ।
মেয়েদের এককে ঘটেছে দুর্ভাগ্যজনক এক ঘটনা। ফ্রেঞ্চ ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন চেক রিপাবলিকের বারবোরা ক্রেচিকোভা করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় আসর থেকে ছিটকে গেছেন।
Leave a Reply