বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ফাইল ছবি।
স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ বুধবার (৬ এপ্রিল) দুপুরে হাসপাতালে যাবেন। মেডিকেল বোর্ডের পরামর্শে এদিন বিকেল তিনটায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়ার কথা রয়েছে।
গত ১ ফেব্রুয়ারি এই হাসপাতালেই ৮০ দিন চিকিৎসা নেয়ার পর বাসায় ফেরেন বিএনপি চেয়ারপারসন। গত বছরের ১৩ নভেম্বর অসুস্থ হয়ে পড়লে খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর দীর্ঘদিন সিসিইউ’তে চিকিৎসাধীন থাকার পর শারীরিক অবস্থার উন্নতি হয়। ১০ জানুয়ারি কেবিনে স্থানান্তর করা হয় তাকে। লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়ার হিমোগ্লোবিন কমে যাওয়া, রক্তক্ষরণসহ নানা জটিলতা ছিল।
/এমএন
Leave a Reply