নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থী এবং ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত শিক্ষার্থী এবং অন্য ব্যক্তিদের সুচিকিৎসা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার রাতে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন আহত শিক্ষার্থীদের দেখতে গিয়ে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
মঙ্গলবার রাতে শিক্ষামন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নিউ মার্কেট ও ঢাকা কলেজ এলাকায় সংঘটিত ঘটনায় গুরুতর আহত শিক্ষার্থী মোশাররফ হোসেনের উন্নত চিকিৎসা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেয়া হয়েছে।
আহত ছাত্র মোশাররফ বর্তমানে একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন আছে৷ তাছাড়া এই ঘটনায় আহত সকল শিক্ষার্থী এবং অন্যান্য ব্যক্তিদের সুচিকিৎসা নিশ্চিত করতে তিনি বিশেষ নির্দেশনা দিয়েছেন।
আগের দিন কেনাকাটার সময়ে দরদাম নিয়ে তর্ক-বিতর্কে জেরে মঙ্গলবার দিনভর নিউমার্কেট এলাকার ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীর সংঘর্ষ বাঁধে।
পুলিশ দুই পক্ষের মাঝে অবস্থান নিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। সেসময় বেশ কয়েক রাউন্ড টিয়ারশেলও নিক্ষেপ করে আইনশৃঙ্খলা বাহিনী।
সংঘর্ষের মধ্যেই বিকালে ঢাকা কলেজ বন্ধের ঘোষণা দিয়ে শিক্ষার্থীদের হল ত্যাগ করতে বলে কর্তৃপক্ষ।
Leave a Reply