বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি আজ দাবী করেছেন, দ্রব্যমূল্য বাড়িয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে চাচ্ছে একটি চক্র।
আজ শুক্রবার দুপুরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে আইসিইউ বেড উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী । তিনি বলেন, ‘দ্রব্যমূল্য যাতে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, সে ব্যাপারে সরকারের পূর্ণ প্রচেষ্টা রয়েছে। তারপরও কোনো কোনো এলাকায় কিছু অসাধু লোক অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।’
ডা. দীপু মনি আরও বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দেখার জন্য সরকারের অনেকগুলো মন্ত্রণালয় ও সংস্থা রয়েছে এবং কাজ করছে। তবে আমরা মনে করি সব পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হবে সরকার।
সরকার যথেষ্ট উদ্বিগ্ন
ক্ষমতাসীন দলের অপর এক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ে সরকার যথেষ্ট উদ্বিগ্ন। সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছে। আমাদের বিশ্বাস, বর্তমানে যে অস্থিতিশীল অবস্থা বাজারে দেখা যাচ্ছে, এটি থাকবে না। খুব শিগগিরই বাজার পরিস্থিতি স্থিতিশীল হয়ে যাবে।
শুক্রবার (১৮ মার্চ) সকালে কুষ্টিয়া শহরে নিজ বাসভবনে সাংবাদিকদের আলাপকালে হানিফ বলেন, কিছু ব্যক্তি অসাধু চিন্তা-চেতনা নিয়ে দ্রব্যমূল্য মজুতের চেষ্টা করেছিল। এমন বেশকিছু ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। মনিটরিং টিম দিয়ে মার্কেট সুপারভাইজ করা হচ্ছে। ভোজ্যতেলসহ অনেক পণ্য সামগ্রী জব্দও করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে— বাজার ধীরে ধীরে কিছুটা নিয়ন্ত্রণের মধ্যে চলে আসছে।
মানববন্ধন কর্মসূচি পালন করবে জাতীয় পার্টি (জাপা)।
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আগামী বুধবার (২৩ মার্চ) দেশের জেলা ও উপজেলা পর্যায়ে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সরকারের সহযোগী জাতীয় পার্টি (জাপা)। এ কর্মসূচি সফল করতে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
এর আগে, গত ১০ মার্চ জাপা চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের সভাপতিত্বে রাজধানীতে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী কমিটির বর্ধিত সভায় এ সিদ্ধান্ত হয়।
অন্যদিকে, বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে আগামী ২৮ মার্চ সারাদেশে অর্ধবেলা হরতালের ডাক দিয়েছে বাম গণতান্ত্রিক জোটসহ অপর কয়েকটি রাজনৈতিক সংগঠন। #
পার্সটুডে/এআরকে/১৮
Leave a Reply