স্টাফ রিপোর্টারঃ বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপি আয়োজিত সমাবেশে দেশের বিভিন্ন জেলায় হামলা এবং আহত করার ঘটনা ঘটেছে।
বুধবার (০২ মার্চ) সকাল পটুয়াখালীতে দলীয় কার্যালয়ের সামনে বিএনপির বিক্ষোভ সমাবেশে দফায় দফায় হামলার ঘটনা ঘটেছে। এতে বিএনপির ৫ নেতা সহ অন্তত: ৫০ জন আহত হয়েছেন।
জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্রি বলেন, বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে আওয়ামী লীগ হামলা চালিয়েছে। এতে অন্তত ৫০ জন আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।
সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে বিএনপির শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে অতর্কিত হামলা চালিয়েছে পুলিশ। এতে ১৫ জন নেতাকর্মী আহত হন।সেখান থেকে ৫ জনকে আটক করা হয়েছে।
বুধবার (২ মার্চ) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এক জরুরি সংবাদ সম্মেলন ডেকে দেশের বিভিন্ন স্থানে বিএনপির সমাবেশে হামলার প্রতিবাদ জানান।
তিনি বলেছেন, ‘অবৈধ রাজনৈতিক শক্তির কারণে তারা জনগণের পদশব্দে আতঙ্কিত হয়। জনগণের সোচ্চার কণ্ঠেও তারা আতঙ্কিত হয়।আতঙ্কের কারণেই সরকার আজকে রাষ্ট্র শক্তি আইনশৃঙ্খলা বাহিনীকে নিজের চেতনায় সাজিয়ে বিএনপির বিভিন্ন কর্মসূচিতে লেলিয়ে দিচ্ছে। রক্ত ঝরাচ্ছে।’
বিএনপির এ নেতা বলেন, ‘আজকে যারা অবৈধভাবে ক্ষমতা দখল করে আছেন যারা গণতন্ত্র, নাগরিক অধিকার, ভোটের অধিকার কেড়ে নিয়ে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে মানুষকে নির্দয়ভাবে দমন করছে। আজকে দেশব্যাপী বিএনপির কর্মসূচিতে ঠিক একই কায়দায় তাদের সন্ত্রাসী বাহিনী এবং তাদের চেতনায় লালিত পুলিশ বাহিনীকে লেলিয়ে দিয়েছে সরকার।’
Leave a Reply