Main Menu

এটলেটিকো মাদ্রিদে মেসিকে আনতে চেয়েছিলেন সিমিওনে


ছবি: সংগৃহীত

এটলেটিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনে প্রকাশ করেছেন, প্যারিস সেন্ট জার্মেইয়ে লিওনেল মেসি যাওয়ার আগে আর্জেন্টাইন ফুটবল জাদুকরকে দলে টানার জন্য তিন ঘণ্টা চেষ্টা করেছিলেন তিনি।

গত ট্রান্সফার মৌসুমে অনেকটা ইচ্ছের বিরুদ্ধেই বার্সেলোনাকে বিদায় জানিয়েছিলেন মেসি। ফুটবল বিশ্বে তোলপাড় সৃষ্টিকারী এই ট্রান্সফারের সময় ম্যান সিটি থেকে শুরু করে আরও বেশ কয়েকটি ক্লাবেই মেসির যাওয়ার সম্ভাবনা নিয়ে শুরু হয় গুঞ্জন। এবার সিমিওনে জানালেন, জেনারেশনাল এই প্রতিভাকে দলে টানতে জোরালোভাবেই খোঁজখবর নিয়েছিলেন তিনি।

সংবাদমাধ্যম ওলেকে সিমিওনে বলেন, আমি লিওকে ফোন করিনি তবে সুয়ারেজের সাথে কথা হয়েছে। আমি ওর কাছে জানতে চেয়েছিলাম মেসির মানসিক অবস্থার কেমন ছিল তখন। এর সাথে আমি জানার চেষ্টা করেছিলাম যে, এটলেটিকোতে লিওর আসার কোনো সম্ভাবনা আছে কিনা। তবে এই ব্যাপারটা তিন ঘণ্টার বেশি স্থায়ীত্ব পায়নি কারণ পিএসজি এর মধ্যেই অনেক দূর এগিয়ে গিয়েছিল।

সিমিওনে আরও বলেন, মেসির সাথে কাজ করার সুযোগ তাই আর আসেনি আমার কাছে। সে ছিল বার্সায় আর আমি এটলেটিকোতে। তাছাড়া জাতীয় দলের হয়েও আমাদের খেলা হয়নি একসাথে।
Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: