ইউক্রেনের দ্বিতীয় বড় শহর খারকিভের কেন্দ্রস্থলে গোলাগুলিতে সাতজন নিহত হয়েছেন। পূর্ব ইউক্রেনের ডোনবাস এলাকায় রাশিয়ার সাথে তীব্র লড়াই হচ্ছে বলে জানিয়েছেন ইউক্রেনের উপ-প্রতিরক্ষামন্ত্রী।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছে, রাশিয়ার সৈন্যরা পারমাণবিক জ্বালানি ও উপকরণ রক্ষার জন্য ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দখল করেছে। এটি ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র্র, ইউক্রেনের মোট বিদ্যুৎ সরবরাহের ২০ শতাংশ এখান থেকে উৎপাদন হয়।
এদিকে জার্মান চ্যান্সেলর বলেছেন, রাশিয়া যুদ্ধে জিততে পারবে না কিন্তু প্রেসিডেন্ট পুতিন যতক্ষণ না তা বুঝতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আলোচনা করবেন না।
Leave a Reply